জব এপ্লিকেশন ফরম ফিলআপ এর পূর্ব প্রস্তুতি ও নিয়মাবলী

* বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ্ধতিতে ব্যাংক ড্রাফট করে রশিদ টি সঙ্গে রাখুন।
* আপনার ছবি, সাক্ষর, শিক্ষাগত যোগ্যতা ও মূল পরিচয় পত্রের স্ক্যান কপি সঙ্গে রাখুন।
* ফরমটি যে কোন ইউনিকোড সাপোর্টেড সফটওয়ার (অভ্র) দিয়ে পূরণ করতে হবে।
* প্রয়োজনীয় সব তথ্য দিয়ে সম্পূর্ন ফরমটি পূরণ করে ভালো করে চেক করে দেখতে হবে সব তথ্য ঠিক আছে কি না।
* জনপ্রতি একবারই শুধু একটি জবের জন্য এপ্লাই করতে পারবেন।

*** চলমান নিয়োগ বিজ্ঞপ্তির জন্য পে-অর্ডার / ব্যাংক ড্রাফট এর প্রয়োজন নেই।
Use computer for better experience.
Submitted Already? Click here

বরাবর,
মহাব্যবস্থাপক (প্রশাসন)
চিটাগাং ড্রাই ডক লিমিটেড
বাংলাদেশ নৌবাহিনী
পূর্ব পতেঙ্গা, চট্টগ্রাম।

সম্প্রতি তোলা ছবি সংযোগ করুন

চিটাগাং ড্রাই ডক লিঃ এ চাকুরীর আবেদনপত্র

১.পদের নামঃ
২.বিজ্ঞপ্তি নম্বরঃতারিখঃদিমা
৩.প্রার্থীর নামবাংলাঃ
ইংরেজীতেঃ (বড় অক্ষরে)
৪.জাতীয় পরিচয় পত্র নংঃ(যে
কোন
১টি)
জন্ম নিবন্ধন নংঃ
৫.জন্ম তারিখঃদিমা৬.জন্ম স্থানঃ (জেলা)
৭.বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়সঃবছরমাসদিন
৮.মাতার নামঃ
৯.পিতার নামঃ
১০.ঠিকানাঃবর্তমানস্থায়ী
বাসা ও সড়কঃ (নাম/নম্বর)
গ্রাম/পাড়া/মহল্লাঃ
ইউনিয়ন/ওয়ার্ডঃ
ডাকঘরঃ
পোস্টকোড নম্বরঃ
উপজেলাঃ
জেলাঃ
১১.মোবাইল/টেলিফোন নম্বরঃই-মেইলঃ (যদি থাকে)
১২.জাতীয়তাঃ১৩.রক্তের গ্রুপঃ
১৪.ধর্মঃ১৫.জেন্ডারঃ১৬.বর্তমান পেশাঃ
১৭.শিক্ষাগত যোগ্যতা
পরীক্ষার নামবিষয়শিক্ষা প্রতিষ্ঠানপাসের সনবোর্ড/বিশ্ববিদ্যালয়গ্রেড/শ্রেণি/বিভাগ
১৮.অতিরিক্ত যোগ্যতা
(যদি থাকে)
১৯.অভিজ্ঞতার বিবরণ (প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করা যেতে পারে)
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাপদের নামকাজের ধরনচাকুরীকাল
২০.কোটাঃ (টিক দিন)
অন্যান্যঃ (উল্লেখ্য করুন)
২১.চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বরঃতারিখঃ
ব্যাংক ও শাখার নামঃ
২২.বিভাগীয় প্রার্থী কিনাঃ (টিক দিন)
আমি এ মর্মে অঙ্গীকার করছি যে ওপরে বর্ণিত তথ্যাবলি সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব। কোন তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকব।
তারিখঃদিমাপ্রার্থীর স্বাক্ষর
সংলগ্নী
১। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি । (Merged into 1 file)
২। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি - ০১ (এক) পাতা ।
৩। অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে) । (If any) (Merged into 1 file)
৪। অন্যান্য আনুসঙ্গিক কাগজপত্র । (If any) (Merged)
** Make sure sum of your all attachments are less than or equal 10MB in size and have a good Internet speed to upload these files.
Loading...